Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আসামী গ্রেফতার
বিস্তারিত
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: অদ্য ১৩/০৬/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকার সময় ৯৯৯ মারফতে এসআই গোলাম কিবরিয়া সংবাদ পান যে ফেনী সদর থানাধীন ০১ নং শর্শদী ইউপি ০৫ নং ওয়ার্ডস্থ মধ্যম ফতেপুর খন্দকার মার্কেটের পিছনে আবুল হোসেনের খালি জায়গায় স্থানীয় লোকজন ০১ জন লোককে একটি পিস্তল (আাগ্নেয়াস্ত্র) সহ আটক করিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত আসামী আব্দুর রহিম প্রঃ রোমান প্রঃ রুমন (৪৫), পিতা-আব্দুল গনি, মাতা-সাফিয়া বেগম , গ্রাম-জাহানপুর (সৈয়দ আলী হাজী বাড়ি), থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে হেফজতে নেয় এবং সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখল হতে ০১(এক) টি লোহার তৈরী পিস্তল (আগ্নেয়াস্ত্র), যাহার বাটসহ দৈর্ঘ্য ১৮ সে.মি এবং প্রস্থ বাটের দিকে ১১ সে.মি, পুরাতন মরিচা ধরা, যাহার বডিতে কালো এবং সিলভার রং দেয়া, পিস্তলের ট্রিগার ও ফায়ারিং পিন সচল এবং ম্যাগজিন সংযুক্ত রহিয়াছে, ম্যাগজিন হতে স্প্রিংয়ের অংশ বাহির দিকে বের করা অবস্থায় পাইয়া এসআই গোলাম কিবরিয়া জব্দ করেন। আসামীকে ধৃতকালে স্থানীয় লোকজন তাকে কিছু উত্তম মধ্যম প্রহর করিলে আসামীকে সদর হাসপাতাল ফেনী হতে চিকিৎসা করানো হয়। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামী এলাকায় একজন চিহিৃত খারাপ চরিত্রের লোক হিসেবে পরিচিত। সুনিদিষ্ট কোন পেশা না থাকায় আসামী মূলত মাদক ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে মর্মে এলাকায় জনশ্রæতি আছে। ধৃত আসামীর বর্নিত আসামীর সিডিএমএস-এ পিসি/পিআর তাহার বিরুদ্ধে যাচাই করিয়া নিন্ম বর্নিত মামলা সমূহ পাওয়া যায়:- ১।চৌদ্দগ্রাম থানার এফআইআর নং-৬৭, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০১৪; ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ২। ফেনী সদর থানার এফআইআর নং-১৭/৭৮১, তারিখ- ০৮ ডিসেম্বর, ২০১১; ধারা- ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/ ৩২৪/৩০৭/৩৭৯/৩৮৬/৫০৬ পেনাল কোড-১৮৬০, ৩। ফেনী সদর থানার এফআইআর নং-৩১/৭৫১, তারিখ- ১৬ নভেম্বর, ২০১৭; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৪। ফেনী সদর থানার এফআইআর নং-৬৪/৭৬২ তারিখ- ২৯ নভেম্বর, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১৪(ক)/৩৬(১) সারণির ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৫। ফেনী সদর থানার এফআইআর নং-৪৫/৪৫, তারিখ- ১৭ জানুয়ারি, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ১৪(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা:- আব্দুর রহিম প্রঃ রোমান প্রঃ রুমন (৪৫), পিতা- আব্দুল গনি, মাতা- সাফিয়া বেগম , গ্রাম-জাহানপুর (সৈয়দ আলী হাজী বাড়ি), থানা-ফেনী সদর, জেলা-ফেনী ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/06/2025
আর্কাইভ তারিখ
13/12/2025