শিরোনাম
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে সভা
বিস্তারিত
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে সভা.....
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[26 JULY 2022]
অদ্য
২৬/০৭/২০২২খ্রি: আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।
উক্ত আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে ভার্চুয়াল সভায় ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে ভার্চুয়ালী সংযুক্ত হন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান। এসময় আরো জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।