Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কনস্টেবল মিটু চন্দ্র নাথ এর মৃত্যুতে পুলিশ সুপারের গভীর শোক ও দুঃখ প্রকাশ
বিস্তারিত

ফেনী জেলার পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মিটু চন্দ্র নাথ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অদ্য ০৮/০১/২০২৫খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (‘‘ওঁ দিব্যান্ লোকাণ্ স গচ্ছতু’’)। এ মৃত্যুতে ফেনী জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোকাহত।
১৮/১১/২০২৩খ্রি. তিনি ফেনী জেলায় যোগদান করেন। গত ০৩/১২/২০২৩খ্রি. ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় ফেনী জেলা পুলিশ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল, দামপাড়া, চট্টগ্রাম রেফার্ড করেন। দামপাড়া, চট্টগ্রাম ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়াও সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল, ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বারৈয়ারহাট মেডিকেল সেন্টার, জোরারগঞ্জ, চট্টগ্রামে চিকিৎসাধীন থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ০৭/০১/২০২৫খ্রি. তাকে নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয়।
কনস্টেবল/ মিটু চন্দ্র নাথ গত ১২/০৫/২০১৭খ্রি. বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হন। তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দীর্ঘ ০৭ বছর ০৭ মাস ২৬ দিন চাকরি সম্পন্ন করেছেন। তার দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ভালো কাজের জন্য একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন দক্ষ, কর্মঠ, চৌকস এবং দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুলিশ বাহিনী একজন দক্ষ ও কর্তব্য পরায়ন কর্মচারীকে হারিয়েছে।
পুলিশ সুপাররের শোকঃ-
কনস্টেবল/ মিটু চন্দ্র নাথ এর মৃত্যুতে ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ সুপার এক শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/01/2025
আর্কাইভ তারিখ
08/07/2025