Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কনস্টেবল সৌরভ কান্তি সিংহ এর মৃত্যুতে পুলিশ সুপারের শোকবার্তা
বিস্তারিত
কনস্টেবল সৌরভ কান্তি সিংহ এর মৃত্যুতে পুলিশ সুপারের শোকবার্তা

𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰 
[22 𝑭𝒆𝒃𝒓𝒖𝒂𝒓𝒚 2022]

গত ২১/০২/২০২২ ইং ফেনী মডেল থানায় কর্মরত কনস্টেবল সৌরভ কান্তি সিংহ ডিউটি অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সঙ্গীয় অফিসার ফোর্স তাকে চিকিৎসার জন্য প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসাপাতাল এন্ড রিসার্চ ইনস্টিউট, ফেনীতে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ফেনীতে রেফার করে। উক্ত হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ২১/০২/২০২২ খ্রিঃ সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ শুনে ফেনী জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ত্বরিত হাসপাতালে ছুটে যাান এবং তাকে মৃত অবস্থায় পান। এ মৃত্যুতে ফেনী জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোকাহত। কনস্টেবল সৌরভ কান্তি সিংহ এর অকাল মৃত্যুতে পুলিশ বাহিনী একজন দক্ষ ও কর্তব্য পরায়ণ কর্মচারীকে হারিয়েছে। ফেনী জেলা পুলিশ তথা পুলিশ বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান (বয়স ১ মাস তিন দিন), বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিষু মিয়ার হাট পোস্ট অফিসের গোবিন্দপুর গ্রামে জন্মগহণ করেণ। তিনি গত ০৯-১০-২০১৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করে ডিএমপি/রমনা বিভাগ ঢাকা, সিলেট রেঞ্জ/সিলেট জেলা/পুলিশ লাইনসহ বর্তমান ফেনী জেলায় অত্যন্ত সততা ও নিষ্ঠারসহিত কর্তব্য পালন করেন। ফেনী জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ স্বর্গীয়ের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বর্গীয়ের সৎকারকার্য সম্পন্ন হওয়ার জন্য ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন =৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা স্বর্গীয়ের পিতার নিকট হস্তান্তর করেন।
*পুলিশ সুপাররের শোক* 
কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী কনস্টবল সৌরভ কান্তি সিংহ এর মৃত্যুতে ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ সুপার  এক শোকবার্তায় স্বর্গীয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/02/2022
আর্কাইভ তারিখ
21/08/2022