শিরোনাম
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের ফেনী জেলায় আগমন উপলক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিস্তারিত
অদ্য ০২ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জনাব মোঃ আহসান হাবীব পলাশ।
এ সময় উপস্থিত জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ,পুলিশ সুপার পিবিআই,ফেনী,সিআইডি ফেনী,র্যাব ফেনী ক্যাম্প,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী,মহিপাল হাইওয়ে থানা, সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই,ডিবি,ডিএসবি ইনচার্জবৃন্দ। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ,অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি, আলোচনা করা হয়।