Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চোরাচালানকৃত ভারতীয় মালামাল সহ দুই ব্যাক্তি আটক ও মামলা রুজু
বিস্তারিত
চোরাচালানকৃত ভারতীয় মালামাল সহ দুই ব্যাক্তি আটক ও মামলা রুজু....
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰 
[30 OCTOBER 2022]
অদ্য ৩০/১০/২০২২খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকায় ফুলগাজী থানাধীন ০১নং ফুলগাজী ইউপিস্থ ঘনিয়ামোড়া সাকিনের তালতলা রাস্তার মাথায় পরশুরাম টু ফেনী গামী পাকা সড়কের উপর ফুলগাজী থানা পুলিশ চেকপোষ্ট করে পরশুরাম থানা এলাকার ভারতীয় সীমান্ত দিয়ে ভারত হতে আমদানী শুল্ক ফাকি দিয়ে ভারতীয় পন্য নিয়ে একটি সিএনজি (অটোরিক্সা) ফুলগাজী হয়ে ফেনী উদ্দেশ্যে যাওয়ার কালে নিন্মোক্ত মালামাল আটক পূর্বক জব্দ করে এবং এবং নিন্মোক্ত দুজন ব্যক্তিকে আটক করে।
আটককৃত মালামাল : 
ক। ০২ টি পাটের বস্তা প্রত্যেক বস্তায় ২৫ টি করে ২৫x২=৫০ টি বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন রংয়ের ভারতীয় শাড়ী।
খ। ৪২ (বিয়াল্লিশ) টি ছিপিযুক্ত প্লাস্টিকের বডি লোশনের বোতল, যার গায়ে ইংরেজিতে DXN Aloev Hand & Body Lotion, Made in MALAYSIA, প্রতিটি ২৫০ml করে মোট (২৫০x৪২) =১০,৫০০ml।
গ। ২৪ (চব্বিশ) টি ছিপিযুক্ত প্লাষ্টিকের তেলের বোতল যার গায়ে ইংরেজীতে GANO EXTRA VIRGIN COCONUT OIL, manufactured by DXN Manufacturing India, PVT LTD, প্রতিটির ওজন ৫০০ml করে মোট ওজন (২৪x৫০০)= ১২০০০ml।
ঘ। ৮২ (বিরাশি) টি প্লাস্টিকের তেলের বোতল, যার গায়ের লেভেলে Gano Massege manufactured by DXN Pharmaceutical Sdn, Bhd. Malaysia লেখা আছে। 
ঙ। ১২ (বার) টি প্লাষ্টিকের প্যাকেটে মোড়কজাত খাদ্য সামগ্রী, যার গায়ে ইংরেজীতে DXN COCOZHI cocoa Drink Mix With Ganoderma Extract, Made In India, প্রতিটির ওজন ৫০০ গ্রাম করে মোট (৫০০x১২)=৬,০০০ গ্রাম। একটি পুরাতন সিএনজি (অটোরিক্সা), যার গায়ে রেজিঃ নং-ফেনী-থ-১১-৮৪৮০ লেখা আছে, যার ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর অস্পষ্ট সর্বমোট আনুমানিক  মূল্য=৩,৯৫,৬০০/-(তিন লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত) টাকা।
আটকৃত ব্যক্তিদের নাম : 
মোঃ জাবেদ হাসান (২২), পিতা-মোঃ নাছির, মাতা-রোকেয়া বেগম, সাং-হারামিয়া (রফিক মেম্বারের বাড়ী), থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম বর্তমানে সাং- মহিপাল (নতুন চৌধুরী বাড়ী, মেরির টিনশেড ঘরের ভাড়াটিয়া), থানা ও জেলা-ফেনী, 
২. মোঃ সোহেল (২২), পিতা-মৃত আঃ হালিম চৌধুরী, মাতা-শাবানা বেগম, সাং- ধোন সাহাদ্দা (আব্দুল হাকিমের বাড়ী), বালিগাঁও ইউপি, থানা ও জেলা-ফেনী
এ সংক্রান্তে ফেনী জেলার  ফুলগাজী থানার বিশেষ ক্ষমতা আইনের রুজু করা হয়। আটকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/10/2022
আর্কাইভ তারিখ
29/04/2023