Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছিনতাইকারী আটক
বিস্তারিত
ছিনতাইকারী আটক.. 
২০/০৯/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.১০ ঘটিকার সময়ে দাগনভূঁঞা থানাধীন উত্তর আলীপুর গ্রামের ফরিদা আক্তার স্বপ্না নামীয় একজন প্রবাসীর স্ত্রী জনতা ব্যাংক, বেকের বাজার শাখা হতে নগদ ২৯,৫০০/-টাকা উত্তোলন করিয়া ফেনী মহিপাল যাওয়ার উদ্দেশ্যে ফেনীগামী একটি সিএনজিতে উঠেন। সিএনজিতে যাত্রী ও সিএনজি চালক বেশে পূর্ব পরিকল্পিতভাবে অবস্থানরত ১০ বছরের সাজাপ্রাপ্ত পেশাদার ছিনতাইকারী মোঃ আলী হোসেন @ আলী(৩১) ও একই দলের ছিনতাইকারী ইমাম হোসেন @ ইমাম(২৬), ছিনতাইকারী মোঃ রাকিব হোসেন(১৯) দ্বয় উক্ত প্রবাসীর স্ত্রীকে হিজাব দ্বারা মুখ চোখ পেঁচিয়ে ফেলে এবং তাহার নিকট হইতে ১টি মোবাইল ফোন ও নগদ ৩১,৯০০/-টাকাসহ ভ্যানিটি ব্যাগটি ছিনাইয়া নিয়া ভিকটিমকে আলমপুরস্থ আঞ্চলিক মহাসড়কের উপরের ফেলিয়া যায়। 
মৌখিক সংবাদ প্রাপ্তীর সাথে সাথে ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাকির হাসান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নাদিয়া ফারজানা স্যারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম, দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমাম ও বিট এলাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ০২ দিনের মধ্যে ছিনতাইকারীদের সনাক্ত করিয়া ২৩/০৯/২০২২ইং তারিখ রাত ১৯.০০ ঘটিকা হইতে ২০.০০ ঘটিকা পর্যন্ত ছাগলনাইয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা পূর্বক ছিনতাই কাজে লিপ্ত ০৩ জন ছিনতাইকারীকে লুন্ঠিত ৩০,৫০০/-টাকা, ১টি মোবাইল ফোন, ভিকটিমের ভ্যানিটি ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ গ্রেফতার করেন। ছিনতাইকারীরা প্রত্যেকে ছাগলনাইয়া থানা এলাকার বাসিন্দা।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/09/2022
আর্কাইভ তারিখ
22/03/2023