ফেনী
জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় জনাব নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ জসীম উদ্দীন-২ সঙ্গীয় এএসআই (নিঃ)/এবিএম আশিকুর রহমান, এএসআই (নিঃ)/সামছুদ্দোহা রাসেল ও ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১/১০/২০২২খ্রি: তারিখ ১৬:৫০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন ১নং শর্শদী ইউনিয়নস্থ ঢাকা হতে চট্টগ্রামমুখী মহাসড়কের ইমাম মার্কেটের সামনে পাকা রাস্তার উপর আভিযান পরিচালানা করে ধৃত আসামী ১। মোঃ মনা শেখ (২২), পিতা-মোঃ সিরাজুল শেখ, মাতা-মৃত মঞ্জু বেগম, সাং-তেলিগাথী (বলাই ছাত্তারের বাড়ী), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, হালসাং-নিউমুড়ী কলোনী, বড়পুল বন্দর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাব্বির হোসেন (২২), পিতা-সুলতান মিয়া, মাতা-সাজেদা বেগম, সাং-বনগ্রাম (ইউসুফের বাড়ী), থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, হালসাং- বন্দর বি টাইপ ২য় তলা, পোর্ট কলোনী, থানা-বন্দর, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ শাহাদাত (২৩), পিতা-মোঃ খোকন ড্রাইভার, মাতা-মনোয়ারা বেগম, সাং-নবগ্রাম (খোকন ড্রাইভারের বাড়ী), থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীগণ‘কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ফেনী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।