শিরোনাম
ঢাকা থেকে আন্তঃজেলা অপহরনকারী চক্রের তিন আসামী গ্রেফতার
বিস্তারিত
ঢাকা থেকে আন্তঃজেলা অপহরনকারী চক্রের তিন আসামী গ্রেফতার।
POLICE MEDIA CELL FENI
[25-09-2023]
গত ২৮/০৮/২০২৩ইং তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় মামলার বাদীনি ও তার স্বামী চট্টগ্রামের উদ্দেশ্যে মহিপালে গাড়ীর জন্য অপেক্ষারত অবস্থায় যাত্রীবেসে আন্তঃজেলা চক্রের অপহরনকারীর সদস্যরা কৌশলে বাদী ও তার স্বামীকে অজ্ঞাতনামা একটি মাইক্রো গাড়ীতে উঠায়। পরবর্তীতে গাড়ীটি লালপোল যাওয়ার পর বর্ণিত অজ্ঞাতনামা বিবাদীরা গামছা দিয়া বাদীনিসহ তার স্বামীকে চোখ, মুখ বাঁধিয়া জিম্মি করে অপহরন করতঃ গাড়ীযোগে
বিভিন্ন জায়গায় ঘুড়াইতে থাকে। অজ্ঞাতনামা বিবাদীরা বাদীনির স্বামীর নিকট হইতে ৩,০০,০০০/- টাকা মুক্তিপন দাবী করিয়া বলে যে, উক্ত টাকা দিলে তাদেরকে ছাড়িয়া দিবে। পরবর্তীতে বাদীনির স্বামীর নিকট থাকা নগদ ২০,০০০/- টাকা সহ তাদের ব্যবহৃত ০২টি samsung মোবাইল ফোন, ০১টি nokia মোবাইল ফোন ০১টি হাত ঘড়ি এবং বাদীনির কানে থাকা একজোড়া স্বর্নের দুল, যাহার ওজন অনুমান ০৭ আনা, মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা নিয়া যায়। অজ্ঞাতনামা বিবাদীরা মুক্তিপন হিসাবে বাদীনির পরিবার ও পরিজনদের নিকট হইতে বিকাশের বিভিন্ন মোবাইলে মোট ৮০,০০০/- হাজার টাকা মুক্তিপন হিসেবে আদায় করে। পরবর্তীতে বাদীনি ও তার স্বামীকে ইং ২৮/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় পুনরায় লালপোল এলাকায় মহাসড়কে ফেলে দিয়া অজ্ঞাতনামা বিবাদীরা গাড়ীযোগে দ্রুত পালাইয়া যায়।
সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী ঘটনা সমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এবং ঘটনাস্থলের আশপাশের এলাকায় সিসি ফুটেজ পর্যালোচনা এর মাধ্যমে ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের সনাক্তকরণ সহ লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার গুরুত্ব বিবেচনা করে মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নেতৃত্বে একটি বিশেষ অভিযান টিম গঠন করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রত্যক্ষ দিক নির্দেশনায় বিশেষ অভিযান টিম অজ্ঞাতনামা আসামীদেরকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক ঘটনার সহিত জড়িত আসামী ০১। মোঃ চাঁন মিয়া (৪০), পিতা-মোঃ আব্দুল লতিফ হাওলাদার প্রঃ মিস্ত্রি প্রঃ ঢাকাইয়া, সাং-ছোট তালতলি, থানা ও জেলা-বরগুনা, ০২। একিন হাওলাদার (৩৮), পিতা-মৃত জব্বার হাওলাদার, সাং-তিতুলবাড়ীয়া, থানা-তালতলি, জেলা-বরগুনা বর্তমানে- স্বপন বেপারীর ভাড়াটিয়া, আমানগঞ্জ, ০৪নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল ০৩। মোঃ মুকিবুল হাসান বাবু (২৯), পিতা-মোঃ জামাল হোসেন খান, সাং-মধ্য ভুতুরদিয়া (খান বাড়ী), থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশালদের বিশেষ অভিযান টিম ডিএমপি, ঢাকা দারুসসালাম থানা এলাকা ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী একিন হাওলাদার এর নিকট হইত মুক্তিপন আদায়ের ৩,৫০০/- টাকা উদ্ধার র্পূবক জব্দ করা হয়। ঘটনার সময়ে ব্যবহৃত মাইক্রো গাড়ীটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ হেফাজতে রহিয়াছে। বর্ণিত গ্রেফতারকৃত আন্তঃজেলা অপহরনকারী চক্রের সদস্যরা ফেনী মহিপাল সহ দেশের বিভিন্ন ব্যস্ততম সড়ক মহাসড়কে যাত্রীর ছদ্ধবেশে বিভিন্ন যাত্রীদের কৌশলে নিজেদের গাড়ীতে তুলে অপহরন পূর্বক মুক্তিপন আদায় করে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক/চুরি/ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রহিয়াছে।