শিরোনাম
দাগনভূঞা থানায় মাদকদ্রব্য(ফেন্সিডিল) উদ্ধার, পরিবহনের সিএনজি সহ মাদক ব্যাবসায়ী আটক করে দাগনভূঁইয়া থানা পুলিশ
বিস্তারিত
দাগনভূঞা থানায় মাদকদ্রব্য(ফেন্সিডিল) উদ্ধার, পরিবহনের সিএনজি সহ মাদক ব্যাবসায়ী আটক করে দাগনভূঁইয়া থানা পুলিশ..........
POLICE MEDIA CELL FENI
[19 FEBRUARY 2022]
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে দাগনভূঞা পৌরসভার সামনে ফেনী টু নোয়াখালী হাইওয়ে রাস্তার উপর হতে গত ১৮-২-২২ইং রাত ১১.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের ১টি সিএনজি সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
ধৃত বেক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।