শিরোনাম
পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪ উদযাপন
বিস্তারিত
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।
স্লোগানকে সামনে রেখে ফেনী জেলা পুলিশের "পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪ উদযাপন…
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান স্লোগানকে সামনে রেখে ফেনী জেলায় "পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪ অনুষ্ঠিত হয়।
অদ্য ০৯ মার্চ ২০২৪খ্রি: ১০ঃ০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে পুলিশ স্মৃতিস্তম্ভে "পুলিশ মেমোরিয়াল ডে" ২০২৪ উপলক্ষে পুস্পস্তবক অর্পন করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে জেলা পুলিশ ফেনী। এর পর পুস্পস্তবক অর্পন করেন পিবিআই ফেনী,সিআইডি ফেনী জেলা সহ জেলা পুলিশের অফিসার/ফোর্স ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।