Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বিস্তারিত
অদ্য ১৬/০৮/২০২৫খ্রিঃ রোজ শনিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুনাক সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),ফেনী অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) ফেনী জনাব মুঃ সাইফুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করেছে। উল্লেখ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পুলিশ লাইন্স স্কুল হতে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮ জন জিপিএ-৫ সহ বাকীরা এ-গ্রেড এবং টানা চতুর্থবার শতভাগ পাশের রেকর্ড অর্জন করে। পুলিশ লাইন্স স্কুলের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করায় অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন। বিদ্যালয়টিতে পড়ালেখার সুষ্ঠ পরিবেশ বজায় থাকায় এবং শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখায় মনোনিবেশ করায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদ, উপহার এবং ২০২৪ সালে অত্র বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আইজিপি শিক্ষা বৃত্তি, ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয় ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/08/2025
আর্কাইভ তারিখ
16/02/2026