Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি
বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি……..
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰 
[20 SEPTEMBER 2022]
ফেনী জেলার সোনাগাজী মডেল থানার অভিযানে ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী লক্ষীপুর সদর থানা এলাকা হতে গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ও ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান।
গোলাম মাওলা, পিতা-দেলোয়ার হোসেন, সাং-ছাড়াইতকান্দি (বড় সর্দার বাড়ী), থানা-সোনাগাজী, জেলা-ফেনী গত ১৩/০৯/২০২২খ্রি: তারিখ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে, গত ০৮/০৯/২০২২ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় টাকা উত্তোলনের জন্য সোনাগাজী ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা করেন। সকাল অনুমান ১০:৫৫ ঘটিকায় ইসলামী ব্যাংক সোনাগাজী শাখা হতে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উত্তোলন করেন। দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় সোনাগাজী মধ্যম বাজার এলাকায় ভাই ভাই হোটেলের সামনে অসুস্থ্য অবস্থায় তাকে পাওয়া যায়। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ব্যাংক হতে ভিকটিমকে টার্গেট করে সু-কৌশলে চেতনানাশক ব্যবহার পূর্বক তাকে অর্ধচেতন করতঃ উত্তোলিত ২,০০,০০০/- টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন থাকা অবস্থায় ভিকটিম দেলোয়ার হোসেন ০৯/০৯/২০২২ তারিখ ১০:২০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
ঘটনার সংগঠনের পরপরই ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নাদিয়া ফারাজানা’র তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল জনাব মোঃ মাশকুর রহমান, পিপিএম এর নেতৃত্বে সোনাগাজী মডেল থানার ০১টি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেন। পরবর্তীতে ঘটনার ০৫ দিন পর ভিকটিমের ছেলে বাদী হয়ে এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে সোনাগাজী মডেল থানার মামলা নং-১০, তাং-১৩/০৯/২০২২খ্রি:, ধারা-৩২৮/৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করতঃ মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আবুল কাশেম এর নিকট অর্পণ করা হয়। মামলা রুজুর পর হতে সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল জনাব মোঃ মাশকুর রহমান, পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মুঃ খালেদ হোসেনসহ সোনাগাজী মডেল থানার চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করে (১) মোঃ রুবেল (৩৫), পিতা-আব্দুল মান্নান, (২) আব্দুর রহমান (৪৩), পিতা-ফজল মাঝি, উভয় সাং-উত্তর চররমনি মোহন, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর’দ্বয়কে লক্ষীপুর সদর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকালে বর্ণিত আসামীদ্বয়ের নিকট হতে ঘটনায় লুন্ঠিত নগদ ৩৬,০০০/- টাকা ও ঘটনায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্য ২০/০৯/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী মোঃ রুবেল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামী ও লুণ্ঠিত নগদ টাকা উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/09/2022
আর্কাইভ তারিখ
19/03/2023