বিস্তারিত
বিপন্ন প্রজাতির ০২টি হনুমান, ১৬টি কচ্ছপ সহ ০১ জন আসামী গ্রেফতার................
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)/মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ০৭/১০/২০২৩ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন ০৬নং কালিদহ ইউপি’র লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে ইং ০৭/১০/২০২৩ তারিখ ২২.২০ ঘটিকার সময় চট্টগ্রাম টু সাতক্ষীরাগামী জিএস ট্রাভেল পরিবহন, যাহার রেজিঃ নং-খুলনা মেট্রো ব-১১-০২০৬ নামীয়
গাড়ীটি দেখিতে পাইয়া সিগন্যাল দিয়া থামাইয়া গাড়ী তল্লাশী করাকালে উক্ত গাড়ীর পিছনের ডান পাশের মালামাল রাখার বক্স হইতে ০২টি খাঁচায় বন্দি কালো মুখ প্রজাতির ০২টি হনুমান, চটের বস্তায় বন্দি ১৬টি বিপন্ন প্রজাতির কচ্ছপ সহ বর্ণিত গাড়ীর সুপার ভাইজার আসামী আহাদুজ্জামান রাজু (৪২), পিতা-মৃত মোঃ আব্দুল হামিদ, মাতা-আছিয়া খাতুন, সাং-১৩৮/১, ০২নং কাশেম সড়ক, শেরে বাংলা রোড, থানা-কোতয়ালী, কেএমপি, খুলনাকে গ্রেফতার করেন।
উক্ত কচ্ছপ কাজিরবাগ ইকো পার্ক এ ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর পক্ষে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব শাহাদাৎ হোসেন অবমুক্ত করেন।
বিপন্ন প্রজাতির বন্যপ্রানী লাইসেন্স বা পারমিট ব্যতীত ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা অথবা উহা আমদানী-রপ্তানি করা আইনত দন্ডনীয় অপরাধ।