বিস্তারিত
বিপন্ন প্রজাতির ০৩টি হনুমান সহ ০২ জনকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ .....................
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[15 OCT 2023]
গত
১৪/১০/২০২৩ তারিখ রাত ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)/মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ফেনী মডেল থানাধীন ০৬নং কালিদহ ইউপি’র লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে ইং ১৪/১০/২০২৩ তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম হইতে ঢাকামুখী একটি প্রাভেটকার যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো খ-১২-৮৬৪৪ নামীয় গাড়ীটি দেখিতে পাইয়া সিগন্যাল দিয়া থামাইয়া গাড়ী তল্লাশী করাকালে উক্ত গাড়ীর পিছনের যাত্রী বসার সিটে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কালো মুখ প্রজাতির ০৩টি হনুমান আসামী ১। মোঃ সুজন উদ্দিন(২৪), পিতা-মৃত মোঃ কামাল উদ্দিন, মাতা-জেসমিন আক্তার, সাং-বক্তার মুন্সি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ২। মোঃ শাকিল(২৫), পিতা-সামছুল আলম, মাতা-শাহিনা বেগম, সাং-ডেলিয়া, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী দ্বয়কে গ্রেফতার করেন। বিপন্ন প্রজাতির বন্যপ্রানী লাইসেন্স বা পারমিট ব্যতীত ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা অথবা উহা আমদানী-রপ্তানি করা আইনত দন্ডনীয় অপরাধ।
আসামী ১। মোঃ সুজন উদ্দিন(২৪) ও ২। মোঃ শাকিল(২৫) দ্বয় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ ধারার অপরাধ করিয়াছে।