“ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ, ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাত চক্র গ্রেফতার”
ঘটনার তারিখ ও সময়: ০৯/০৪/২০২৫ ইং তারিখ রাত আনুমান ২১.৩০ ঘটিকার সময়।
ঘটনাস্থল: ফেনী সদর মডেল থানাধীন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ মধুপুর ব্রীজের উপর।
গ্রেফতারকৃত আসামী: ১। মোহাম্মদ বিন জাহিদ (১৯), পিতা-মোস্তাফিজুর রহমান কিরন, মাতা-ফেরদৌস আরা, সাং-লালপোল, সিরাজ মিয়ার বাড়ি, ০৯নং ওয়ার্ড, ছিলোনিয়া, থানা-দাগনভূঞাঁ, জেলা-ফেনী। ২। মোঃ মন্নান হোসেন (২২), পিতা-মোঃ শহীদ মিয়া, মাতা-রিনা বেগম, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পাঠান বাড়ির রোড, ইসলাম ম্যানশন, ১৩নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী। ৩। মোঃ সোহান (২১), পিতা-মোঃ খলিল, মাতা-হালিমা বেগম, সাং-ফুলহাতা বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে-ভাসমান, ৪। এনামুল হক রাসেল (২২), পিতা-মোঃ একরাম, মাতা-খোদেজা আক্তার পুষ্প, সাং-কেসকিমুড়া, কেরানি বাড়ি, জগন্নাথ দিঘী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমানে-বারিক মিয়ার বাড়ি, মহিপাল কমিউনিটি সেন্টারের পিছনে, মহিপাল, ১৩নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: ইং ০৯/০৪/২০২৫ তারিখ রাত আনুমান ০৯.৩০ ঘটিকার সময় বাদী মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মুকবুল আহাম্মদ, মাতা-রেজিয়া খাতুন, গ্রাম-উত্তর মধুপুর, ১৫নংওয়ার্ড, জালাল খন্দকার বাড়ি, জিলানী পাড়া, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনীর মোবাইল ফোনে সংবাদ প্রাপ্তির মাধ্যমে ফেনী সদর মডেল থানা পুলিশ ফেনী সদর মডেল থানাধীন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ মধুপুর ব্রীজের উপর হতে বর্ণিত আসামীদের গ্রেফতার করে। বাদী মোঃ শহিদুল ইসলাম দাউদপুল কাঁচা বাজার হতে সবজি বিক্রি করে তার বাড়ি যাওয়ার পথে মধুপুর ব্রীজের উপর উঠার পর দেখতে পান যে, ১১/১২ জন লোক হাতে টিপ ছোরা, ছোরা, লাটিশোঠা নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া বাদীর সঙ্গীয় ৫/৬ জন ব্যবসায়ীসহ তাদের গতিরোধ করিয়া দাঁড় করায়। ডাকাতদের হাতে থাকা টিপ ছোরা, ছোরা দেখিয়ে বাদীসহ সঙ্গীয় ব্যবসায়ীদের সাথে থাকা টাকা পয়সা যা আছে তা বের করতে বলিলে তারা শোর-চিৎকার আরম্ভ করে। তাদের শোর-চিৎকারে এলাকার লোকজন আসিয়া উক্ত ডাকাতদেরকে ধরতে ধাওয়া করিলে উপরে বর্ণিত ডাকাতদের ধরতে সক্ষম হলেও বাকী অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌড়াইয়া পালিয়ে যায়। পুলিশ সংবাদ পাইয়া তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডাকাতদের গ্রেফতার করিয়া তাদের হাতে থাকা ০১টি টিপ ছোরা, যাহা লম্বা অনুমান বাটসহ ৭ ইঞ্চি, ০১টি ছোরা, লম্বা-৮ইঞ্চি, ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ঐঁধবির মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ডাকাতদের থানায় নিয়ে আসে। এই বিষয়ে বাদী মোঃ শহিদুল ইসলাম ফেনী মডেল থানার মামলা নং-১৬, তারিখ-১০/০৪/২০২৫খ্রি. মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) বেলাল উদ্দিনকে নিয়োগ করে তদন্তকার্য চলমান এবং ডাকাত চক্রের পলাকত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।