Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফেনীতে টিআরসি নিয়োগের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন
বিস্তারিত
অদ্য ১৪ আগস্ট /২০২৫খ্রিঃ "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.০০টা হতে ফেনী পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়),২য় ইভেন্ট (পুশ-আপ),৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা বোর্ডের সভাপতি ও ফেনী জেলার পুলিশ সুপার, জনাব মোঃ হাবিবুর রহমান পরীক্ষার্থীদের  উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকুরী হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে; শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে। 
তিনি  পরীক্ষার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আগামীকাল যথা সময়ে ফেনী পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।
এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জনাব মল্লিক আহসান উদ্দিন সামী (উপ পুলিশ কমিশনার, আইএডি, ডিএমপি, ঢাকা ) জনাব এবিএম নায়হানুল বারী অতিরিক্ত পুলিশ সুপার ( ইন্সপেকশন - ২), পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (প্রসাশন ও অর্থ) নোয়াখালী জেলা এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাইন বিল্লহ ফেরদৌস, সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা সহ ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/08/2025
আর্কাইভ তারিখ
14/02/2026