ফেনী জেলার সোনাগাজী-তে গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার এবং ৪ টি গরু উদ্ধার.....
সোনাগাজীতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গরু চুরির ঘটনার পর থেকে গরু চুরি রোধে তৎপর হয়েছে জেলা পুলিশ, ফেনী । অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২খ্রি: দিবাগত রাত সোনাগাজী মডেল থানা পুলিশ চট্টগ্রাম, ফেনী সদর মডেল থানা ও সোনাগাজী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গরু চোর চক্রের সাথে জড়িত ১। মোঃ আবুল কাশেম সিরাজ (৪২), পিতা-আমিন উল্যাহ, মাতা-মৃত অহিদা খাতুন, সাং-দক্ষিণ চরচান্দিয়া (আমিনুল হকের নতুন বাড়ী), ৮নং ওয়ার্ড, ৬নং চরচান্দিয়া ইউনিয়ন, ২। মোঃ আরিফ @ জামাই আরিফ @ তারেকুর রহমান (২৫), পিতা-আবু তাহের, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-আনন্দিপুর (আলা উদ্দিন বেপারী বাড়ী), ৩নং ওয়ার্ড, ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন, ৩। শহিদুল ইসলাম সোহেল @ সোহেল রানা (২৫), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান, মাতা-রেশমা খাতুন, সাং-দক্ষিণ পূর্ব চরচান্দিয়া (হাল্লিয়া মেরারী আমিনের বাড়ী), ৯নং ওয়ার্ড, ৬নং চরচান্দিয়া ইউনিয়ন, ৪। মোজাম্মেল হক রাসেল (৩২), পিতা-মৃত আবুল হাশেম, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-চরগণেশ (ক্বারী সাহেবের বাড়ী), ৯নং ওয়ার্ড, সোনাগাজী পৌরসভা, সর্ব থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ৫। ইমাম হোসেন (২২), পিতা-বকু হোসেন, মাতা-মৃত শ্যামলা বেগম, সাং-মধ্যম ধলিয়া (কবর আলী চৌকিদার বাড়ী), ৩নং ওয়ার্ড, ৬নং মধ্যম ধলিয়া ইউনিয়ন, থানা-ফেনী সদর, জেলা-ফেনী ৬। আরিফুর রহমান সোহাগ (৩৮), পিতা-আব্দুল হক, মাতা-বালি বিয়া, সাং-সাতবাড়িয়া (হেকিম ডাক্তার বাড়ী), ৪নং ওয়ার্ড, ৪নং মতিগঞ্জ ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ৭। মোঃ সরওয়ার জাহান @ মামুন (৩৯), ৮। জিয়া উদ্দিন বাবলু @ সুমন (৩৬), উভয় পিতা-রবিউল হক, মাতা-জাহানারা বেগম, সাং-যাত্রাসিদ্ধি (বৈদ্য বাড়ী), ৩নং ওয়ার্ড, ৬নং কালিদাহ ইউনিয়ন, থানা-ফেনী সদর, জেলা-ফেনী-দের গ্রেফতার করে এবং ও ৪টি চোরাই গরু উদ্ধার করে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে
২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত-দের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।