শিরোনাম
ফেনী জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক রেজিস্ট্রেশন বিহীন ২৬টি সিএনজি আটক
বিস্তারিত
ফেনী জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক রেজিস্ট্রেশন বিহীন ২৬টি সিএনজি আটক……
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[24 OCTOBER 2022]
গত
২০/১০/২০২২খ্রি: জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি শহরে অনটেস্ট সিএনজি বন্ধের সিদ্ধান্ত নেয়।
শহরকে যানজটমুক্ত করতে রেজিস্ট্রেশন বিহীন কোন সিএনজি শহরের অভ্যন্তরে চলাচল না করার জন্য ফেনী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়।
উক্ত সিদ্ধান্ত অদ্য ২৪/১০/২০২২খ্রি: কার্যকর শুরু হয়। অদ্য প্রথম দিনে ২৬টি সিএনজি’র রেজিস্টেশন না থাকায় সিএনজি আটক করে ফেনী জেলা ট্রাফিক পুলিশ। শহরকে যানজটমুক্ত করতে অনটেস্ট সিএনজি শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশন বিহীন সিএনজির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।