শিরোনাম
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
বিস্তারিত
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা.....
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[11 OCTOBER 2022]
অদ্য
১১ অক্টোবর ২০২২ ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
আজ কল্যাণ সভায় ০১ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) জনাব মোঃ মাহমুদুল হাসান মামুন ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্স, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই ফেনীসহ পুলিশ লাইন্স, জেলার সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।