Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলায় আসামী গ্রেফতার লুন্ঠিত নগদ ১,১৮,০০০/- টাকা এবং সিএনজি উদ্ধার
বিস্তারিত
ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলায় আসামী গ্রেফতার লুন্ঠিত নগদ ১,১৮,০০০/- টাকা এবং সিএনজি উদ্ধার
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰 
[27 OCTOBER 2022]
গত ২৫/১০/২০২২খ্রি: সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ফেনী মুক্তবাজারের মৎস্য ব্যবসায়ী শাহী মৎস্য আড়ৎ এর ০২ কর্মচারী সিএনজি করে ৩,২৭,০০০/- টাকা নিয়ে কলেজ রোডস্থ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে জমা প্রদান করার জন্য যাচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাতনামা ০২ যাত্রীবেশী ছিনতাইকারী সিএনজি চালাকের সহযোগীতায় খাজুরিয়া রাস্তার মাথায় সিএনজিতে উঠে। পরবর্তীতে ০২ কর্মচারীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে ধর্মপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কর্মচারীদের নামিয়ে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয়ে মৎস্য আড়ৎ এর মালিক ফরহাদ উদ্দিন বাদল বাদী হইয়া এজাহার দায়ের করলে ফেনী মডেল থানার মামলা নং-৫৬/৬৪০, তারিখ-২৫/১০/২০২২ইং,  ধারা-৩৯৪ পেনাল কোড এ রুজু করা হয়। 
মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী ঘটনা সমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং মাধ্যমে ঘটনার সহিত জড়িত অজ্ঞাত আসামীদের সনাক্তকরণ সহ ছিনতাইকৃত টাকা উদ্ধারের নিমিত্তে ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব থোয়াই অংপ্রু মারমা এর সার্বিক তত্ত্বাবধানে অজ্ঞাতনামা আসামীদেরকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক ঘটনার সহিত জড়িত ১। মো: শাহীন (১৯), ২। মো: সুজন (১৯), ৩। মো: সাকিব আহম্মেদ (১৮), ৪। আরমান হোসেন (১৯)-দের গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে লুন্ঠিত ১,১৮,৫০০/- টাকা উদ্ধার করা হয় এবং ঘটনার সময় ব্যবহৃত সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ০৪ জন আসামী ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2022
আর্কাইভ তারিখ
26/04/2023