Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফেনী সদর থানায় দায়েরকৃত মামলার মেগা লুব্রিকেন্টস প্রতিষ্ঠানের আত্মসাৎকৃত ৪৭টি মবিল ড্রাম এবং মবিল বিক্রির টাকা =৪,০৯,৫০০/- উদ্ধার ও ৩ (তিন) জন আসামী গ্রেফতার প্রেস ব্রিফিং
বিস্তারিত
ফেনী জেলা পুলিশের দক্ষ ও চৌকস টিম কর্তৃক পরিচালিত সফল ও দুঃসাহসিক অভিযানে চট্টগ্রাম, নোয়াখালী এবং লক্ষীপুর হতে ফেনী সদর থানায় দায়েরকৃত মামলার মেগা লুব্রিকেন্টস প্রতিষ্ঠানের আত্মসাৎকৃত ৪৭টি মবিল ড্রাম এবং মবিল বিক্রির টাকা =৪,০৯,৫০০/- উদ্ধার ও ৩ (তিন) জন  আসামী গ্রেফতার প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ....................................

POLICE MEDIA CELL FENI 
[ 16 February 2022]

গত ০৭/০২/২০২২ইং তারিখ রাত অনুমান ১২.৪০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ মেগা লুব্রিকেন্টস প্রতিষ্ঠানের ৫০ ড্রাম মবিল, যার প্রতি ড্রামে ২০৫ লিটার করে সর্বমোট ১০২৫০ লিটার মবিল, যাহার মূল্য অনুমান =১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা হবে, গাড়ীতে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে গাড়ীর ড্রাইভার মোঃ ওমর ফারুক মবিলের ড্রাম ভর্তি গাড়ীটি চট্টগ্রামে না নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুনীল চক্রবর্তী, ড্রাইভারের মোবাইল বন্ধ পেয়ে ড্রাইভার ওমর ফারুকসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে সদর থানায় এজাহার দায়ের করলে ফেনী মডেল থানার মামলা নং-২৫/১০০, তারিখ-১০/০২/২০২২খ্রিঃ, ধারা-৪০৭/৩৪ পেনাল কোড রুজু হয়।
 মামলা রুজু হওয়ার পর আত্নসাৎকৃত মবিলের ড্রাম উদ্ধারের নিমিত্তে জেলা পুলিশ ফেনী, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার সহিত জড়িত গাড়ীর মূল  ড্রাইভারকে গ্রেফতার ও আত্মসাৎকৃত মবিল উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক দক্ষ ও চৌকস টিম নিবিড়ভাবে কাজ শুরু করে। জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ফেনী মহোদয়ের দিক নির্দেশনায়, জনাব থোয়াই অং প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনী এর নেতৃত্বে জনাব মাশকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ফেনীসহ
জেলা পুলিশের আভিযানিক টিমটি তথ্য প্রযু্ক্তি ও ম্যানুয়েল সোর্সিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম পতেঙ্গা এলাকা হতে ঘটনার সাথে জড়িত ড্রাইভারকে গ্রেফতারসহ আত্নসাৎ কাজে ব্যবহৃত গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।  
গ্রেফতারকৃত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে জানায় তার প্রকৃত নাম বাবলু । সে অত্যন্ত সু-কৌশলে ড্রাইভার ওমর ফারুক কর্তৃক ব্যবহৃত গাড়ীর নাম্বারপ্লেটসহ গাড়ীটি আত্নসাৎকাজে ব্যবহার করেছে এবং তার নিজের নাম পরিবর্তন করে মবিল ড্রাম চালানে ওমর ফারুক নাম ব্যবহার করেছে ।  তার দেওয়া তথ্য মতে ফেনী জেলার আভিযানিক টিমটি লক্ষীপুর জেলার  রামগতি থানাধীন ট্রাংকির বাজারে জহিরের নিকট হইতে ০৮ ড্রাম মবিল, নোয়াখালী জেলা হাতিয়া থানাধীন হাতিয়া বাজারে সাইফুলের দোকান হতে ১৯ ড্রাম মবিল ও নোয়াখালী সদর থানাধীন উত্তর ওয়াপদা বাজারের সালাউদ্দিনের দোকান হতে ২০ ড্রাম মবিলসহ সর্বমোট ৪৭ ড্রাম মবিল এবং আসামীদের হেফাজত হইতে মবিল বিক্রির =৪০৯,৫০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়। 
আসামী বাবলু সুদূর পরিকল্পনা মোতাবেক মবিল ড্রামসমূহ আত্মসাৎ করার নিমিত্তে উক্ত গাড়ীর রং ও গাড়ীর সঠিক রেজিস্ট্রেশনকৃত নাম্বার প্লেট পরিবর্তন করত অন্য গাড়ীর রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে চট্টগ্রাম থেকে ফেনী এসে মা মনি ট্রান্সপোর্ট এজেন্সীর মাধ্যমে মেগা লুব্রিকেন্টস প্রতিষ্ঠানের ৫০ ড্রাম মবিল আত্মসাৎ করে নোয়াখালী ও লক্ষীপুরে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে।  
উক্ত টিমটি ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষীপুর জেলা পর্যায়ক্রমে নিরলসভাবে নির্ঘুম রাত কাটিয়ে অভিযান পরিচালনা করে মবিলভর্তি ৪৭টি ড্রাম যার মূল্য অনুমান =১২,২২,০০০/- এবং মবিল বিক্রির =৪,০৯,৫০০/- টাকা উদ্ধারসহ আসামি ০১। মোঃ বাবলু (২৮), পিতা-মোঃ বেলায়েত হোসেন, মাতা-মিনারা বেগম, সাং- মোল্লা গ্রাম (বেলায়েতের বাড়ী), থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী। ০২। মোঃ জহিরুল হক (৩৭), পিতা- মোঃ ছেরাজুল হক, সাং- মোল্লাগ্রাম (ছেরাজুল হক মিয়ার বাড়িী), থানা- রামগতি, জেলা- লক্ষীপুর, ০৩। মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- বয়ারচর (কাজী বাড়ী), থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/02/2022
আর্কাইভ তারিখ
15/08/2022