শিরোনাম
বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়ন শিপ ২০২৪ এর - ৯৭ কেজিতে স্বর্ণ পদক অর্জন করেন মর্ম সিংহ ত্রিপুরা (ওসি ডিবি),ফেনী
বিস্তারিত
অদ্য ১১ জুলাই ২০২৫ খ্রিঃ রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকাতে বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়ন শিপ ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাহারুল আলম বিপিএম ইন্সপেক্টর জেনারেল,বাংলাদেশে পুলিশ মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করে জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম সেবা অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা। উক্ত ফাইনালে - ৯৭ কেজিতে ফাইনালে ডিএমপির আবেদ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গোরব অর্জন করেন ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরা।
এই অর্জনে জেলা পুলিশ ফেনী'র পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।