শিরোনাম
ভাষা শহিদদের স্মরণে পুলিশ লাইন্স স্কুল, ফেনী কর্তৃক এক মনোমুগ্ধকর নাট্যানুষ্ঠানের আয়োজন করে পরশুরাম মডেল থানা
বিস্তারিত
ভাষা শহিদদের স্মরণে পুলিশ লাইন্স স্কুল, ফেনী কর্তৃক এক মনোমুগ্ধকর নাট্যানুষ্ঠানের আয়োজন করে পরশুরাম মডেল থানা ........................
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[27 𝑭𝒆𝒃𝒓𝒖𝒂𝒓𝒚 2022]
অদ্য ২৭-০২-২০২২ খ্রীঃ পরশুরাম উপজেলা পরিষদে খোকা মিয়া মিলনায়তনে ভাষা শহিদদের স্মরণে পুলিশ লাইন্স স্কুল, ফেনী কর্তৃক এক মনোমুগ্ধকর নাট্যানুষ্ঠানের আয়োজন করেন পরশুরাম মডেল থানা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান,পরশুরাম পৌরসভার মেয়র, ছাগলনাইয়া সার্কেল(ভারপ্রাপ্ত), অফিসার ইনচার্জ পরশুরাম মডেল থানা,বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।