শিরোনাম
মহান বিজয় দিবস-২০২৪' উদযাপন উপলক্ষে ফেনী জেলা সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অভিবাদন গ্রহণ
বিস্তারিত
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ, ফেনীতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ঃ০০ ঘটিকায় ফেনী জেলা সার্কিট হাউজে জাতীয় সংগীত পরিবেশনের সুরে সুরে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ফেনী জেলা পুলিশ দল, ব্যাটালিয়ন আনসার দল,বাংলাদেশ জেল দল,স্কাউট দল ও ফায়ার সার্ভিস দলের অংশগ্রহণে প্যারেড অভিবাদন গ্রহণ করেন ফেনী জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম ও ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। অভিবাদন গ্রহণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগত অতিথিদের হাতে সৌজন্য উপহার তুলে দেন।
এ সময় ফেনী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।