Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৃত্যুর ১৪ ঘন্টা পর ও পিতার লাশ দাফন করতে দেয়নি সন্তানরা প্রয়োজনে এম্বুলেন্সে লাশ রাখা হবে তারপরও সম্পত্তি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাশ দাফন হবে না অবশেষে পুলিশের হস্তক্ষেপে লাশ দাফন
বিস্তারিত
মৃত্যুর ১৪ ঘন্টা পর ও পিতার লাশ দাফন করতে দেয়নি সন্তানরা প্রয়োজনে এম্বুলেন্সে লাশ রাখা হবে তারপরও সম্পত্তি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাশ দাফন হবে না
অবশেষে পুলিশের হস্তক্ষেপে লাশ দাফন 

𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰    
[17 𝑭𝒆𝒃𝒓𝒖𝒂𝒓𝒚 2022]

ফেনীর দাগনভূইয়াতে পৈতৃক সম্পত্তি নিয়ে সন্তানদের মাঝে বিরোধের জেরে মৃত্যুর প্রায় ১৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও বিবাধমান বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় পর্যন্ত মৃত পিতার লাশ দাপন করতে দিবে না। ঘটনাটি ঘটেছে ফেনী জেলার দাগনভূঞা থানার পৌর শহরের আমানউল্যাহপুর গ্রামে। নিহতের নাম মাস্টার আবু আহমেদ (৯০)।  সম্পত্তির বিষয় সমাধান না হওয়া পর্যন্ত তাদের পিতা আবু আহমেদ এর লাশ দাফনে বাধা প্রদান করেন। এসময় ভাই-বোনদের মাঝে সম্পত্তির বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জরুরি সেবা ‘৯৯৯’এ কল করলে ‘৯৯৯’ দাগনভূঞা থানাকে অবহিত করে। খবর পেয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ জনাব হাসান ইমাম, বিষয়টি ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ঘটনা সংক্রান্তে অবহিত করলে পুলিশ সুপারের নির্দেশক্রমে 
অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও নিহতের সন্তানদের নিয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম বৈঠকে বসে সম্পত্তির বিষয়টি পরবর্তিতে সামাধান করার আশ্বাস প্রদান করেন। ১৪ ঘন্টার পর মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 
থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, লাশ দাফনে বাধা দেয়ার বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করি। সম্পত্তির বিরোধ সংক্রান্ত বিষয়ে পরিবারবর্গ কে নিয়ে পরবর্তীতে সমাধান করা হবে মর্মে আশ্বস্ত করেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/02/2022
আর্কাইভ তারিখ
16/08/2022