শিরোনাম
যানজট নিরাসনে পরিবহন মালিক সমিতির নেতৃবেৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
বিস্তারিত
অদ্য
০২ অক্টোবর ২০২৪ খ্রীঃ পুলিশ সুপার সম্মেলন কক্ষে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভার আয়োজন করেন জেলা পুলিশ, ফেনী। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। উক্ত মতবিনিময় সভায় ফেনীর জেলার পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা যানজট নিরাসনে বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব দীন মোহাম্মদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),ফেনী, গোলাম মোঃ বাতেন,উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ,জনাব মোঃ আনোয়ার হোসেন,টিআই(এডসিন),ফেনী সহ বাস মালিক সমিতি, বাস-ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি/সেক্রেটারিবৃন্দ।