অদ্য ২১ ফেব্রুয়ারি/২০২৫খ্রি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন, দাগনভূঞা ফেনী এর আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গন, সালাম নগরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। এই সময় অতিথি বৃন্দ ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গন, সালাম নগরে পৌঁছালে সালাম নগরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অতিথিবৃন্দের বক্তব্যের শেষে পুরস্কার বিতরণ এবং ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস