অদ্য ১৮ অক্টোবর ২০২৩খ্রি: ফেনী জেলার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান। এসময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে ,পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ' স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস