শিরোনাম
সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার
বিস্তারিত
সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার..................
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[17 OCTOBER 2022]
গত
১৬/১০/২০২২খ্রি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেনীর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম এএসপি হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
অদ্য ১৭/১০/২০২২খ্রি: পুলিশ সুপারের কার্যালয়ে জনাব মোঃ মাশকুর রহমান পিপিএম সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব থোয়াই অংপ্রু মারমাসহ ফেনী জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।