শিরোনাম
"সেবার ব্রতে চাকরি''-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর ৩য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত
বিস্তারিত
অদ্য ১২ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ফেনী পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়) পুরুষ প্রার্থী,(১০০০ মিটার দৌড়) নারী প্রার্থী, ২য় ইভেন্ট পুরুষ প্রার্থী,(ড্যাগিং),১৫০ পাউন্ড/৩০ ফুট পর্যন্ত,নারী প্রার্থী (ড্যাগিং),১১০ পাউন্ড/২০ ফুট পর্যন্ত,৩য় ইভেন্ট পুরুষ প্রার্থী (রোপ ক্লাইমিং) ১২ ফুট,নারী প্রার্থী (রোপ ক্লাইমিং) ০৮ ফুট ৩য় দিনের কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার, ফেনী ।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),চট্টগ্রাম জেলা,জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন,পিপিএম,সহকারী পুলিশ সুপার ,রাজস্থলী সার্কেল,রাঙ্গামাটি পার্বত্য জেলা,জনাব নাহিলা জাহান,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,ফেনী।