শিরোনাম
সোনাগাজী মডেল থানা পুলিশ কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বিস্তারিত
সোনাগাজী মডেল থানা পুলিশ কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার...
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[11 SEPTEMBER 2022]
নারী
শিশু মামলার আসামী মামলা নং-৫৬/২০০৩, নারী ও শিশু আইনের ৯(৩) আসামী মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-আবুল কাশেম, গ্রাম নাজিরপুর, থানা-সোনাগাজী, জেলা ফেনী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেনী মিজান রোডের পশ্চিম পাশ থেকে আজ সন্ধ্যায় গ্রেফতার করে সোনাগাজীর মডেল থানার একটি চৌকোস পুলিশ টিম। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় আসামি জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিজ্ঞ আদালত, কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক ছিল এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অবশেষে আজ সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে ফেনী মিজান রোডের পশ্চিম পাশ থেকে গ্রেপ্তার করা হয় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে।