শিরোনাম
স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর উদ্বোধনী অনুষ্ঠান
বিস্তারিত
স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর উদ্বোধনী অনুষ্ঠান.....
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[17 SEPTEMBER 2022]
অদ্য
১৭/০৯/২০২২খ্রি: পুলিশ লাইন ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের উদ্যোগে ফেনী জেলা স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত জেলা স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা সহ ক্রীড়া সংস্থার প্রতিনিধি, দাবা প্রশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।