শিরোনাম
স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিস্তারিত
স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান.....
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[19 SEPTEMBER 2022]
অদ্য
১৯/০৯/২০২২খ্রি: পুলিশ লাইন ড্রিল শেডে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেনী জেলা পুলিশের সহযোগিতায় ফেনী জেলা স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ''MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-2022'' এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত জেলা স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী। আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জনাব নাদিয়া ফারজানা সহ ক্রীড়া সংস্থার প্রতিনিধি, দাবা প্রশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করে ফেনী গীরিশ আদর্শ একাডেমী, ২য় স্থান অধিকার করে ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল, ৩য় স্থান অধিকার করে ফেনী সরকারি পাইলট হাই স্কুল।