ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব সুদ্বীপ রায় এর সার্বিক তত্ত্বাবধানে এসআই সুষ্ময় দাশ গুপ্ত, এসআই অনুপ কুমার ধর, এএসআই ছানোয়ার হোসেন, এএসআই সুমন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্সসহ গত ১৬/১০/২০২৩ খ্রীঃ ২৩ঃ৩৫ ঘটিকায় দক্ষিণ আধারমানিক এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০১৫ পিস ইয়াবা, মাদক বিক্রীর নগদ ১৫,৯০০/- টাকা এবং ০১টি পুরাতন মোবাইল ফোনসহ আসামী- (১). মোঃ তৈয়ব(৪৫), পিতা-মৃত সুলতান আহাম্মদ , ঠিকানা: স্থায়ী:-: গ্রাম- হাতিয়ার ঘোনা (এজাজ চৌকিদার বাড়ী, ২নং ওয়ার্ড, কল্যান পাড়া) , উপজেলা/থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার (২).ফরমিলা বেগম(৩৫), পিতা-জমির হোসেন, স্বামী-সাহেদ হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দক্ষিণ আধার মানিক (দুলাল সওদাগর বাড়ী/ছতু মিয়ার বাড়ী/লোকমান মিয়ার বাড়ী, ৮নং ওয়ার্ড) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা –ফেনী’দেরকে গ্রেফতার করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস