Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১০ (দশ)টি স্বর্ণের বার উদ্ধার সংক্রান্ত
বিস্তারিত

ইং ১৭/১১/২০২৪ তারিখ ফেনী মডেল থানার বোগদাদীয়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই/মোঃ সিরাজুল হক চৌধুরী সংগীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে জানিতে পারেন যে, তিশা প্লাটিনাম নামীয় বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-৮৯৯৩ যোগে একজন ব্যক্তি অবৈধ স্বর্ন সহ চট্টগ্রাম হইতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ ইং ১৭/১১/২০২৪ তারিখ বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ খাইয়ারা ব্রিক ফ্লিড সংলগ্ন মোঃ ওবায়দুল হকের মালিকানাধীন (ডিজেল ইঞ্জিন ওয়ার্কশপ) এর সামনে ঢাকামুখী ফাঁকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে উল্লেখিত বাসখানা দেখিতে পাইয়া থামানোর জন্য সিগন্যাল দিলে বাসটি থামায়। পরবর্তীতে উক্ত বাসের ভিতরে তল্লাশী করিয়া যাত্রীর আসনে বসা বর্ণিত আসামীকে সন্দেহ হইলে তাহাকে জিজ্ঞাসাবাদে সে তাহার নিকট স্বর্ন আছে মর্মে স্বীকার করে। একপর্যায়ে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর পরিহিত পায়ের জুতা হইতে বিশেষ পদ্ধতিতে রাখা এবং আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১০(দশ)টি স্বর্নের বার, যাহার ০৫(পাঁচ) পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে AL ETIHAD ‘G’ DUBAI UAE 10 TOLA 999.0 লেখা আছে, অপর ০৫(পাঁচ) পিচের গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে MWG UAE 10 TOLA 999.0  লেখা আছে, যাহার মোট ওজন অনুমান ১১৬৬ গ্রাম এবং মূল্য অনুমান ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা পাইয়া ১৭/১১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১১.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/11/2024
আর্কাইভ তারিখ
17/05/2025