শিরোনাম
১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার, ট্রাক ও ১২ টন চোরাই রড উদ্ধার
বিস্তারিত
১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার, ট্রাক ও ১২ টন চোরাই রড উদ্ধার..
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[24 OCTOBER 2022]
খাঁন এন্টার প্রাইজ, ৪৭৬ ডিটি রোড, কদমতলী, চট্টগ্রাম কর্তৃক ০১জন ব্রোকারের মাধ্যমে গত ০৬/১০/২০২২খ্রি: খুলনা মেট্রো-ট-১১-১১১৩ রেজিস্ট্রেশন নাম্বারের ট্রাক ভাড়া করে বরগুনায় রড পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিলে প্রেরণ করা হয়। একই তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময়ে ট্রাকটিতে ১৩ টন রড লোড করে বরগুনা জেলার উদ্দেশ্যে
রওয়ানা করে। গত ০৭/১০/২০২২খ্রি: সকাল ০৮.৩০ ঘটিকায় বাদী ব্রোকারের মাধ্যমে জানতে পারেন ০৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় ট্রাকটি দাগনভূঁঞা থানাধীন সততা পেট্রোল পাম্পে আসে এরপর হতে ট্রাকের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। বাদী ঘটনাস্থলে আসেন এবং সেখানে ট্রাক চালক কে পেয়ে ট্রাকটি খোঁজাখুঁজিতে সহায়তা প্রাপ্তীর লক্ষ্যে দাগনভূঁঞা থানায় একটি জিডি দায়ের করেন।
জিডির প্রেক্ষিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়কে অবহিত করেন। পুলিশ সুপার মহোদয় দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার করে চোরাই রড ও ট্রাক উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন।
দাগনভূঁঞা থানা পুলিশ নোয়াখালী জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গত ০৯/১০/২০২২খ্রি: রাত অনুমান ১১.৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শগ্রাম গ্রামের চর ফকিরা ঘাট রাস্তার উপর হতে খুলনা-মেট্রো-ট-১১-১১১৩ ট্রাকটি উদ্ধার করেন। গত ২৩/১০/২০২২খ্রি: তারিখ রাত ০৭.৩০ ঘটিকা হতে অভিযান পরিচালনা করে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসামী মোঃ মনিরুল ইসলাম, আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও আসামী শরীফ উল্যাহদেরকে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার রফিকপুর এলাকা হতে আসামী ইসমাইল হোসেন টিটু (২৯)-কে গ্রেফতার পূর্বক তার বাড়ীর সামনে একটি রাইস মিল হতে উদ্ধার করা হয় ০৩ টন রড এবং চুরির মূল হোতা আসামী মোঃ রফিক ও আসামী মোঃ বেলায়েত হোসেন রাজু @ ইমন কে ০৯ টন রডসহ গ্রেফতার করেন। বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/১০/২০২২খ্রি: ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত ০৬ জন আসামীকে অদ্য ২৪/১০/২০২২খ্রি: তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।