শিরোনাম
২০ কেজি গাঁজা সহ ০১ জনকে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ
বিস্তারিত
গোপন সংবাদের ভিত্তিতে ০৬ জুন, ২০২৪খ্র্রিঃ ২৩.১০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মোঃ মুক্তার হোসেন ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছাগলনাইয়া থানাধীন ছাগলনাইয়া পৌরসভার, বাঁশপাড়া সাকিনস্থ, নদীরকুল রেজু মিয়া বড় বাড়ীর সামনে জামেয়া দারুস সালাম মাদ্রাসার দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অভিযান করে ২০(বিশ) কেজি গাঁজাসহ মোঃ জাফর আহাম্মদ মিন্টু(৬৪), পিতা-মৃত সুলতান আহাম্মদ, মাতা-জোবেদা খাতুন, গ্রাম- বাঁশপাড়া(রেজু মিয়া, নদীর কুল বড় বাড়ী, ০৪নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিরস্ত্র)/মোঃ মুক্তার হোসেন ভূঞা বাদী হয়ে এজাহার দায়ের করলে ছাগলনাইয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়।
ধৃত ব্যাক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।