Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০(বিশ) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ ০১ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিস্তারিত

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/মোঃ নূর সোলাইমান এর নেতৃত্বে এসআই- মোহাম্মদ সাঈদ নূর,এএসআই- সারোয়ার আলম হ্রদয়,এএসআই- সঞ্জয় কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০২/২০২৫ ইং তারিখ ০৮ঃ৩০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন ফাজিলপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে অভিযান পরিচালনা করে মোঃ শফিকুল ইসলাম(৩৬), পিতা- মৃত আমির চান, সাং- তেলিকান্দা(শহীদ আসাদের বাড়ির পিছনে), থানা-শিবপুর,জেলা- নরসিংদি, ভাসমান ঠিকানা- হোর্ডিং নং- ৬২,ডাকঘর- জিগাতলা ১২০৯,ধানমন্ডি, ঢাকাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ২০(বিশ) গ্রাম ক্রিস্টাল মেথ ( আইস) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য- ২,০০,০০০ ( দুই লক্ষ) টাকা। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/02/2025
আর্কাইভ তারিখ
13/08/2025