শিরোনাম
২২(বাইশ) বোতল হুইস্কি ০৬(ছয়) কেজি গাঁজা সহ দুই জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ
বিস্তারিত
২২(বাইশ) বোতল হুইস্কি ০৬(ছয়) কেজি গাঁজা সহ দুই জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ......
POLICE MEDIA CELL FENI
[ 17 February 2022]
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে ডিবি ইন্সপেক্টর জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই- মোঃ মোতাব্বির হোসেন, এসআই- মোঃ ওসমান গনি এএসআই- সামছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০২/২০২২ ইং তারিখ ১৬ঃ৩০ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন পাঁচগাছিয়া প্রগতি ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১. আল শাহারিয়ার (২০), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- ফুল বানু, ২.কফিল উদ্দিন নয়ন(২১), পিতা-মনির উদ্দিন, মাতা- ফাতেমা বেগম উভয়ের সাং- ধর্মপুর(ঈদগাহ্), থানা ও জেলা- ফেনী দেরকে গ্রেফতার পূর্বক তাদের হাতে থাকা বাজারের ব্যাগ হতে ২২(বাইশ) বোতল হুইস্কি ০৬(ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।