শিরোনাম
৪৮ (আটচল্লিশ) বোতল বিদেশী মদ ও ০৪ (চার) কেজি গাঁজা সহ ২ (দুই) জনকে আটক করে ফেনী সদর মডেল থানা পুলিশ
বিস্তারিত
৪৮ (আটচল্লিশ) বোতল বিদেশী মদ ও ০৪ (চার) কেজি গাঁজা সহ ২ (দুই) জনকে আটক করে ফেনী সদর মডেল থানা পুলিশ..............
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[16 SEPTEMBER 2023]
গত
১৫/০৯/২০২৩ ইং তারিখ ১৬ঃ২০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার ০৬নং ওয়ার্ডের সাহেব বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০১। দিদারুল ইসলাম প্রকাশ বাবু (২৫), পিতা-বেলাল হোসেন, সাং-ধর্মপুর তালতলা (আশ্রয়নের পাশে), থানা ও জেলা-ফেনী, ০২। বেলাল হোসেন সুজন (২০), পিতা-আব্দুল গফুর, মাতা-জাহানারা বেগম, সাং-ধর্মপুর আশ্রয়ন, থানা ও জেলা-ফেনীদ্বয়ের হেফাজত হইতে ৪৮ (আটচল্লিশ) বোতল বিদেশী মদ ও ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার পূর্বক এসআই/পলাশ চৌধুরী জব্দ করেন। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়।