শিরোনাম
৭০০(সাতশত) পিস ইয়াবা সহ এক জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ
বিস্তারিত
৭০০(সাতশত) পিস ইয়াবা সহ এক জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ......
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[05 OCTOBER 2022]
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় জনাব নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ কুতুব উদ্দিন এর নেতৃত্বে এসআই-মোঃ জসিম উদ্দিন, এএসআই- মোঃ শাহ্ পরান, এএসআই- সামছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১০/২০২২ ইং তারিখ ১৮ঃ৪৫ ঘটিকার ফেনী সদর মডেল
থানাধীন ট্রাংক রোড শহীদ মিনারের সামনে অভিযান পরিচালনা করে ওসমান হায়দার মানিক (৪২),
পিতা- মো: মনির আহাম্মদ,
মাতা- মন্জুরা বেগম,
সাং- কৈয়ারা,
থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৭০০(সাতশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।