Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন সহ এক জন আটক
বিস্তারিত
১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন সহ এক জন আটক।

POLICE MEDIA CELL FENI
[12 FEBRUARY 2022]

ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক(ডিবি) জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই- মোঃ জসিম উদ্দিন,এএসআই- হান্নান আল মামুন,এএসআই- জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১১/০২/২০২২ ইং তারিখ ২৩ঃ০৫ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ৫০০ গজ পূর্বে জনৈক অালাউদ্দিন এর বসতবাড়ির ভিতর অভিযান পরিচালনা করে ১.মোঃ ইউনুস প্রকাশ বাবলু(৩৮),পিতা- ওবাইদুল হক,মাতা- সামছুন্নেহার,সাং- পূর্ব মৌটুবী,থানা ও জেলা- ফেনী কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন উদ্ধার করা হয়।
যার মোট ওজন ৩৪০৮ কেজি এবং মূল্য অনুমান ৪,৪৩,০৪০/= টাকা। 
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2022
আর্কাইভ তারিখ
10/08/2022