শিরোনাম
১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন সহ এক জন আটক
বিস্তারিত
১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন সহ এক জন আটক।
POLICE MEDIA CELL FENI
[12 FEBRUARY 2022]
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক(ডিবি) জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই- মোঃ জসিম উদ্দিন,এএসআই- হান্নান আল মামুন,এএসআই- জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১১/০২/২০২২ ইং তারিখ ২৩ঃ০৫ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ৫০০ গজ পূর্বে জনৈক অালাউদ্দিন এর বসতবাড়ির ভিতর অভিযান পরিচালনা করে ১.মোঃ ইউনুস প্রকাশ বাবলু(৩৮),পিতা- ওবাইদুল হক,মাতা- সামছুন্নেহার,সাং- পূর্ব মৌটুবী,থানা ও জেলা- ফেনী কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১১২ বস্তা পরিবেশ দূষণকারী পলিথিন উদ্ধার করা হয়।
যার মোট ওজন ৩৪০৮ কেজি এবং মূল্য অনুমান ৪,৪৩,০৪০/= টাকা।
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।