Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Physical fitness and document verification test for recruitment to the post of Trainee Recruit Constable (TRC) in Feni district for February-2025 was held.
Details
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর ফেনী জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার, ফেনী ।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ব্রাহ্মণবাড়িয়া জেলা,জনাব আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),চট্টগ্রাম জেলা,জনাব নাহিলা জাহান,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,ফেনী।
Attachments
Publish Date
10/04/2025
Archieve Date
10/10/2025