Title
7 accused arrested in Sonagazi's controversial Hashem murder case
Details
প্রধান আসামী আক্তার কে সাথে নিয়ে হত্যাকান্ডে ব্যবহারিত ধারালো দাঁ, রড লাঠি ও বোরকা উদ্ধার।
বুধবার দুপুরে আসামীর বাড়ী ও ওলামাবাজার সংলগ্ন ঘটনাস্থলের পাশ থেকে এসব আলামত জব্দ করা হয়। আলামত উদ্ধারের সময় সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হুসাইন ও অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বাড়ীর লোকজন উপস্থিত ছিলেন।